ক্রীড়া ডেস্ক : ১৯৩০ থেকে ১৯৬২ বিশ্বকাপ ফুটবলে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয় পর্তুগাল। ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপে সুযোগ পেয়ে তৃতীয় স্থান অর্জন করেন তারা। এর পরের চার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করত পারেনি পর্তুগিজরা। ১৯৮৬ বিশ্বকাপের শিরোপা জেতে আর্জেন্টিনা। ইতিহাস গড়নে ম্যারাডোনা তবে পর্তুগাল ছিলো মলিন।
১৭ তম স্থান নিয়ে গ্রুপ স্টেজ থেকেই বাদ পড়তে হয় তাদের। এর পরের তিন বিশ্বকাপে আবারও উধাও পর্তুগাল। এবারও পার হত ব্যর্থ বাছাই পর্ব উতরাতে।এর পরের ৬ বিশ্বকাপ খেলেছে পর্তুগিজরা। কিন্তু ফল মিঠা পায়নি তারা। ২০০৬ সালের জার্মান বিশ্বকাপে দ্বিতীয় স্থান অর্জন বাদে আর কোন সাফল্য নেই তাদরে।
তবে ইতিহাস পাল্টে দিতে নিজেদের প্রস্তুত করছে পর্তুগিজরা। দলের তারকা ফুটবলার রোনালদো তাই বলেই দিলেন কাতার বিশ্বকাপের শিরোপা বিশ্ব-ফুটবলের আকাশে উঁচিয়ে ধরত চান তারাই। তাই অবসররে কথা এখনও ভাবছেন না এই ফুটবলার।
সেখানকার স্থানীয় গণমাধ্যমকে তিনি বলেন ইউরো কাপ ও নেশন্স লিগের মতো বিশেষ আসর আমরা জিতেছি। এবার বিশ্বকাপ জিততে চাই। কঠিন হলেও এটা সম্ভব। ক্লাবের হয়েও সব শিরোপা জিতেছি। কিন্তু দেশের হয়ে বিশ্বকাপ জিতবো, এটা আমার স্বপ্ন।
সান নিউজ/এস