ক্রীড়া ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জয় তুলে নিয়েছে পাকিস্তান। ওপেনার মোহাম্মদ রিজওয়ানের দুর্দান্ত ব্যাটিংয়ে টানা দুই ম্যাচ হারের পর জয়ে ফিরল সফরকারীরা।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) টানটান উত্তেজনায় পূর্ণ ম্যাচে দুই বল হাতে রেখে চার উইকেটের শ্বাসরুদ্ধ জয় পায় পাকিস্তান। এতে ২-১ এ সিরিজ শেষ হলো সিরিজটি। ম্যাকলিন পার্কে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান।
ব্যাট হাতে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৩ রান তুলে কিউইরা। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ বলে ৬৩ রান করেন ডেভন কনওয়ে। ফাহিম আশরাফ তিনটি আদায় করেন। দুটি করে উইকেট তুলেন হ্যারিস রউফ ও শাহীন আফ্রিদি।
জবাবে ব্যাট হাতে নেমে ৫৯ বলে ৮৯ রানের ইনিংস খেলেন ওপেনার রিজওয়ান। নেপিয়ার ইনিংসের শেষ ওভারে রান আউট হলেও বিদায়ের আগে জয় অনেকটা নিশ্চিত করেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান।
এদিকে ২৯ বলে ৪১ রান তুলেন মোহাম্মদ হাফিজ। শেষ দিকে ৭ বলে ১৫ রান করেন ইফতেখার আহমেদ। ১৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৭ রান তুলে নেয় সফরকারীরা।
ব্ল্যাকক্যাপসদের হয়ে টিম সাউদি ও স্কট কুগেলিজিন দুটি উইকেট শিকার করেন। একটি করে উইকেট নেন জেমি নিশাম ও কাইল জেমসন। আগামী ২৬ ডিসেম্বর মাউন্ট মাউনগাউনিতে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ৩ জানুয়ারি ক্রাইস্টচার্চে বসবে শেষ ম্যাচটি।
সান নিউজ/এম/এস