রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
খেলা প্রকাশিত ১৭ ডিসেম্বর ২০২০ ০৩:২৫
সর্বশেষ আপডেট ৩০ জুন ২০২১ ১৭:০৩

বিশ্বকাপ আয়োজনের অংশ হচ্ছে জিম্বাবুয়ে‌

ক্রীড়া ডেস্ক : ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব আয়োজন করবে জিম্বাবুয়ে। বাছাইপর্ব শুরু হবে একই বছরের ১৮ জুন এবং শেষ হবে ০৯ জুলাই।

কোভিড-১৯ মহামারীর কারণে স্থগিত হওয়ার পর আইসিসি এই সংশোধিত সূচি ঘোষণা করেছে।

আগামী ওয়ানডে বিশ্বকাপ হবে অক্টোবর-নভেম্বের, ভারতের মাটিতে। যেখানে সুপার লিগের শীর্ষ ৭ দল সরাসরি অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবে। সুপার লিগের নিচের ৫ দল প্রতিযোগিতা করবে ২০২৩ বিশ্বকাপের বাছাইপর্বে এবং সেখানে লিগ-২ থেকে সেরা তিনটি দল যোগ দেবে।

আইসিসি ওয়ার্ল্ড লিগ-২ এবং চ্যালেঞ্জ লিগেরও সূচি ঘোষণা করেছে। এই সূচি অনুসারে, ওয়ার্ল্ড কাপ লিগ-২ ওয়ানডে টুর্নামেন্ট শুরু হবে আগামী বছরের ১৯ মার্চ। যেখানে ৬ ওয়ানডেতে আয়োজক যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়বে ওমান ও নেপাল।

আইসিসি জানিয়েছে, ‘সূচি অনুযায়ী ২০২১-২২ সালের মধ্যে যথাক্রমে ১৪টি সিরিজে ৯৬টি ওয়ানডে ম্যাচ খেলা হবে এবং ২০২৩ সালের আগে হবে আরও দু’টি। ’

ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চ্যালেঞ্জ লিগে-এ শুরু হবে আগামী বছরের ১৫ আগস্ট এবং শেষ হবে ২৮ আগস্ট। ১৫ ম্যাচের এই লিগে আয়োজক কানাডার সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করবে ডেনমার্ক, মালেয়শিয়া, কাতার, সিঙ্গাপুর এবং ভানুয়াতো।

ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চ্যালেঞ্জ লিগ-বি’র সূচি দেওয়া হয়েছে ০১-১৪ সেপ্টেম্বর। ১৫ ম্যাচের এই লিগে আয়োজক জার্সি’র (দ্বীপপুঞ্জ) লড়বে বারমুডা, হংকং, ইতালি, কেনিয়া এবং উগান্ডা।

এই দু’টি লিগ ওয়ার্ল্ড কাপ সুপার লিগের সঙ্গে চলতে একসঙ্গে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ শনিবার (১২ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর...

চারুকলায় আগুনে পুড়ল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’

নববর্ষ শোভাযাত্রা উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বানানো দু...

চিপসে রং ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালতে লাখ টাকা জরিমানা

বিষাক্ত রাসায়নিক রং ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল চিপস তৈরির অভিযোগে স...

ঝড়ে ভালুকায় বিদ্যুৎ বিপর্যয়: ৮টি খুঁটি ভেঙে যান চলাচল অচল

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা-মল্লিকবাড়ী সড়ক এলাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা