স্পোর্টস ডেস্ক : নেপালের বিপক্ষে মুজিববর্ষ সিরিজ জয়ের পর ফিফা র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ১৮৭ থেকে ১৮৪ তে উঠেছিল বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ প্রথমটি জিতেছিল ২-০ গোলে, দ্বিতীয়টি ড্র হয়েছিল গোলশূন্যভাবে। তিন ধাপ এগিয়ে ওই অবস্থানে বেশিদিন থাকা হলো না লালসবুজ জার্সিধারীদের। ১৪ দিন পরই দুই ধাপ নেমে গেলো জামাল ভূঁইয়ারা।
বৃহস্পতিবার (১০ডিসেম্বর) ঘোষিত সর্বশেষ ফিফা র্যাংকিংযে বাংলাদেশ ১৮৪ থেকে নেমে বাংলাদেশ ১৮৬ নম্বরে। গত ৪ ডিসেম্বর দোহায় কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে ৫-০ গোলের হারেই র্যাংকিংয়ে এই নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের।
কাতার বড় জয় পেলেও তারা এগিয়েছে মাত্র এক ধাপ। ৫৯ থকে ৫৮তে এশিয়ান চ্যাম্পিয়নরা। তাও বুরকিনা ফাসোর সঙ্গে যৌথভাবে। সর্বশেষ র্যাংকিংয়ে অবস্থান অপরিবর্তিত আছে বেশিরভাগ দেশের। যথারীতি শীর্ষে বেলজিয়াম। তারপর ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল, স্পেন ও আর্জেন্টিনা।
সান নিউজ/পিডিকে