নিজস্ব প্রতিবেদন:
করোনাভাইরাস আতঙ্কের কারণে পাকিস্তান সফরের তৃতীয় ধাপ স্থগিত করেছে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড।
আগামী এপ্রিল মাসে তৃতীয় পর্বের জন্য ২৯ মার্চ করাচির যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। এসময় সিরিজের একমাত্র ওয়ানডে ম্যাচ ১ এপ্রিল এবং ৫ এপ্রিল থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়ানোর কথা ছিলো।
করোনাভাইারাসের কারণে বিশ্বব্যাপী ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করায় আপাতত এই সফর বাতিল করেছে বাংলাদেশ।
পাকিস্তানের ক্রিকেট বোর্ড- পিসিবি চাইছে দ্রুতই সিরিজি সম্পূর্ণ করতে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় শেষ ম্যাচটি ২০২১ সালের মার্চের মধ্যেই আয়োজন করতে হবে। না হলে দু’দলেরই পয়েন্ট জনিত সমস্যা হবে।
পাকিস্তান সফরের প্রথম ধাপে ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি ৩টি টি-টোয়েন্টি ম্যাচ, এরপর দ্বিতীয় ধাপে ৭ ফেব্রুয়ারি প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়।