ক্রীড়া প্রতিবেদক:
ডিপিএল এর শুরুটা ভালোই করল ঢাকা আবাহনী। প্রথমে মুশফিকের দুরন্ত সেঞ্চুরি, এরপর মেহেদী হাসান রানার বল হাতে ঘূর্ণি। আর তাতেই ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে শক্তিশালী আবাহনীর কাছে ৮১ রানের বিশাল ব্যবধানে হেরে গেল পারটেক্স স্পোর্টিং ক্লাব।
শুরুতে ব্যাট করতে নেমে মুশফিকের ১২৪ বলে ১২৭ রানের ওপর ভর করে ৭ উইকেট হারিয়ে ২৮৯ রান তোলে আবাহনী। ১১টি বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কার মারও ছিল মুশফিকের ব্যাটে।
জবাব দিতে নেমে আবাহনীর স্পিনার মেহেদী হাসান রানার ঘূর্ণি তোপের মুখে পড়ে পারটেক্স। ৯.৪ ওভার বল করে ৫৫ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি।
মূলত তার ঘূর্ণিতেই কুপোকাত হয়ে যায় পারটেক্স। যার ফলে ৪৮.৪ ওভারেই ২০৮ রানে অলআউট হয়ে যায় তারা।
এরফলে ৮১ রানের দারুণ এক বড় জয় নিয়েই উদ্বোধনী ম্যাচে মাঠ ছাড়লো আবাহনী ক্লাব লিমিটেড।
দুর্দান্ত সেঞ্চুরি উপহার দিয়ে ম্যাচ সেরা হন আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহীম।
সান নিউজ/সালি