ক্রীড়া ডেস্ক : শশাঙ্ক মনোহরের বিদায়ের পর ফাঁকা পড়ে ছিলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যানের পদটি। সেখানে অবশ্য অন্তবর্তীকালীন হিসেবে দায়িত্বভার সামলাচ্ছিলেন সিঙ্গাপুরের ইমরান খাজা। পূর্ণ মেয়াদের সভাপতি হওয়ার দৗেঁড়েও ছিলেন তিনি। তবে শেষপর্যন্ত পেরে উঠেননি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান গ্রেগ বার্কলের সঙ্গে।
আইসিসির চেয়ারম্যান পদে দুই বছরের মেয়াদ পুরো হয়ে যাওয়ায় চলতি বছরের জুলাই মাসে দায়িত্ব থেকে সরে দাঁড়ান মনোহর। তার বিদায়ের পর নতুন সভাপতির খোঁজ শুরু করে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
বুধবার (২৫ নভেম্বর) সংস্থাটির পক্ষ থেকে ঘোষণা করা হয় আইসিসির নতুন চেয়ারম্যানের নাম। ১৬ সদস্যের আইসিসি বোর্ড মেম্বারদের মধ্যে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন ছিল। ১১তম সদস্য দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা গ্রেগ বার্কলেকে সমর্থন দেয়। এতেই খাজাকে হারিয়ে নতুন সভাপতি নির্বাচিত হন বার্কলে।
আইসিসির সভাপতি হিসেবে বিজয়ী হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়ে বার্কলে বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হওয়া সবসময়ই সম্মানের বিষয়। আমার সহকর্মী আইসিসি ডিরেক্টরদের এই সহযোগিতার জন্য ধন্যবাদ জানাতে চাই।’
‘আমরা আশা করছি করোনাকে দূরে সরিয়ে খেলার মাধ্যমে দ্রুত ঘুরে দাঁড়াতে পারব। সকলের সঙ্গে সম্মিলীতভাবে কাজ করে খেলাকে আরো শক্তিশালী করে তোলাই আমাদের লক্ষ্য। ক্রিকেটকে আরো বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রয়াস আমরা চালিয়ে যাব।’-যোগ করেন তিনি।
সান নিউজ/এম/এস