খেলা

জমকালো ক্যারিয়ারে ইতি টানলেন আন্ডারটেকার

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ৩০ বছরের ক্যারিয়ারে মালিক হয়েছেন বহু রেকর্ডের। ভালোবাসা পেয়েছেন অগণিত ভক্তের। আট থেকে আশি, সববয়সী মানুষেরই মনোরঞ্জন করেছেন প্রতিনিয়ত। বলছি ডব্লিউডব্লিউই তারকা আন্ডারটেকারের কথা। আর রিংয়ে দেখা যাবে না বহু মানুষের শৈশব-কৈশর রাঙিয়ে দেওয়া এই তারকাকে। রেসলিং থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। খবর বিবিসিরি।

ডব্লিউডব্লিউই এর সারভাইভার সিরিজের মঞ্চে জমকালো ক্যারিয়ারে ইতি টানলেন আন্ডারটেকার। এসময় তিনি বলেন, ‘‌দীর্ঘ ৩০ বছর ধরে ধীরে ধীরে এই রিংয়ে হেঁটেছি। বারবার অন্যদের বিশ্রামের সুযোগ করে দিয়েছি। এবার আমার সময় শেষ হয়েছে। আন্ডারটেকারকে এবার শান্তিতে বিশ্রাম দেওয়ার সুযোগ করে দিতে হবে।’‌

আসল নাম মার্ক ক্যালাওয়ে হলেও সারা বিশ্বে আন্ডারটেকার হিসেবেই পরিচিত তিনি। ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন এই রেসলার ডব্লিউডব্লিউই সেরার শিরোপা জিতেছেন বহুবার। ২০০৭ সালে রয়্যাল রাম্বল জিতেছিলেন তিনি।

অবসরের কারণ হিসেবে কিংবদন্তি এই রেসলার জানান, তার মনে হয়েছে রিংয়ে নিজের একশো শতাংশ দেওয়া হয়ে গেছে। সেজন্যই অবসরে যাওয়ার সিদ্ধান্ত।

আন্ডারটেকার বলেন, ‘‌এখনও রেসলিংয়ের প্রতি ভালবাসাটা আছে। শরীর অনুমতি দিলে সারা জীবনই রিংয়ে নামতে রাজি। কিন্তু মনে হয় না এখন আর সেই চেনা আন্ডারটেকারের ছন্দে খেলতে পারব। তাই সরে দাঁড়ানোই সঠিক সিদ্ধান্ত।’

‌তার সঙ্গেই যেন ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্টের একটা বিরাট অধ্যায় শেষ হল। আন্ডারটেকারের বিদায় বেলায় তাকে বিশেষ সম্মান জানিয়েছেন ম্যাকমোহন। হাজির ছিলেন বিগ শো, জেফ হার্ডি, গডফাদার, রিকিশি, ট্রিপল এইচ, কেনসহ আরও অনেক তারকা।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা