স্পোর্টস ডেস্ক : মৌসুমের শুরুর দিকে ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারতে হয়েছে বার্সেলোনাকে। কাতালান ক্লাবটি এবার হারল স্প্যানিশ লা লিগার অপর শিরোপা প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষেও। লা লিগার ম্যাচে অ্যাটলেটিকোর মাঠে কাল ১-০ গোলে হেরেছে বার্সা। প্রায় এক দশক পর বার্সেলোনার বিপক্ষে লা লিগার ম্যাচে জিততে পারল মাদ্রিদের ক্লাবটি।
জমজমাট লড়াইয়ে ম্যাচে অ্যাটলেটিকোকে বড় ভুমিকা রেখেছেন বার্সেলোনা গোলরক্ষক রায়ান টের স্টেগেন। প্রথমার্ধের যোগ করা সময়ে জেরার্ড পিকের ভুলে বল ক্লিয়ার করতে প্রায় মাঝমাঠে উঠে এসেছিলেন বার্সার জার্মান গোলরক্ষক। কিন্তু হিসেবে তালগোল পাকিয়ে ফেলেন। স্টেগেনকে এড়িয়ে দূর থেকে বার্সেলোনার জালে বল জড়িয়ে দেন অ্যাটলেটিকোর ইয়ানিক কারাসকো।
এই জয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এলো অ্যাটলেটিকো মাদ্রিদ। ৮ ম্যাচ খেলা মাদ্রিদের ক্লাবটির পয়েন্ট এখন ২০। অন্য দিকে ধুঁকতে থাকা বার্সেলোনা নেমে গেছে টেবিলের ১০ নম্বরে। ৮ ম্যাচে লিওনেল মেসির দলের পয়ৈন্ট ১১।
সান নিউজ/এসএম