খেলা

বিশ্বকাপের দেশে পৌঁছেই ফুটবলারদের করোনা পরীক্ষা

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয়পর্বের ফিরতি ম্যাচ খেলতে জাতীয় ফুটবল দল এখন কাতারে। সকাল সাড়ে ১০টায় ভারপ্রাপ্ত প্রধান কোচ স্টুয়ার্ট ওয়াটকিস দল নিয়ে ঢাকা ছাড়েন। দুপুর পৌনে ২টার দিকে বাংলাদেশ দোহায় পৌঁছেছে। মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছানোর পর বিমানবন্দরেই পুরো দলের কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।

কাতারে বাংলাদেশ ফুটবল দলকে তিন দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ সময়ে বাংলাদেশ মাঠে অনুশীলন করতে না পারলেও হোটেলে জিম ও সুইমিংপুল ব্যবহার করতে পারবে।

কাতার সফরের জন্য ২৭ জন ফুটবলার নির্বাচন করা হলেও শেষ পর্যন্ত গেছেন ২৫ জন। মিডফিল্ডার মনজুরুর রহমান মানিক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এবং স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন হাঁটুতে চোট পাওয়ায় তাদের রেখে যাওয়া হয়েছে।

বাংলাদেশ দল আগামী ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে দোহায় বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলবে। গত বছর অক্টোবরে ঢাকায় প্রথম ম্যাচে কাতার জিতেছিল ২-০ গোলে।

কাতার ম্যাচের আগে বাংলাদেশ দুই ম্যাচের সিরিজ খেলেছে নেপালের বিপক্ষে। প্রথম ম্যাচ ২-০ গোলে জিতে দ্বিতীয় ম্যাচ গোলশূন্য ড্র করেছে। অন্য দিকে ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার গত এক মাসে তিনটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে। তবে তারা এক ম্যাচও জিততে পারেনি।

কাতার গত ১২ অক্টোবর তুরস্ক গিয়ে ম্যাচ খেলেছে ঘানার বিরুদ্ধে। আফ্রিকার দেশটির কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছে এশিয়ান চ্যাম্পিয়নরা। কাতার ১৩ ও ১৭ নভেম্বর অস্ট্রিয়ায় দুটি ম্যাচ খেলেছে কোস্টারিকা ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। কোস্টারিকার বিপক্ষে ১-১ গোলে ড্র করলেও ২-১ গোলে হেরেছে দক্ষিণ কোরিয়ার কাছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা