স্পোর্টস ডেস্ক:
প্রাণঘাতী করোনাভাইরসের কারণে পৃথিবীর বিভিন্ন দেশে বন্ধ হতে দেখা যাচ্ছে পূর্ব নির্ধারিত আয়োজনগুলো। করোনা আক্রান্ত রোগী সনাক্তের পর থেকে বাংলাদেশেও মুজিবর্ষের আয়োজনসহ বিভিন্ন অনুষ্ঠান পেছাতে দেখা যাচ্ছে। এবার এর প্রভাব পড়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টি-টোয়েন্টিতে। আজ সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে প্রথম ম্যাচ। সংক্রমণের ঝুঁকি কমাতে মাঠে টিকিট বিক্রি সীমিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দর্শক সমাগম নিয়ন্ত্রণ করতেই এই ব্যবস্থা!
কেন এই ব্যবস্থা- জানতে চাইলে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, ‘আমরা লাভ-ক্ষতির হিসেব করছি না। এই মুহূর্তে আমাদের সতর্ক হওয়া দরকার। এই সতর্কতা অবলম্বন করতেই সীমিত আকারে টিকিট বিক্রি করছি। একজন দর্শক একটির বেশি টিকিট কিনতে পারবে না। আশা করি মাঠের খেলায় কোন প্রভাব পড়বে না।’
এদিকে মিরপুর স্টেডিয়ামে টিকিট বুথ ঘুরে দেখা গেছে, দর্শকদের কোন লাইন নেই। অল্প কিছু দর্শককে টিকিট কেনার ব্যাপারে আগ্রহী দেখা গেছে। সবমিলিয়ে ২৫ হাজর ধারণ ক্ষমতার মিরপুর স্টেডিয়াম আজকে কতটা পূর্ণ হয়, সেটাই এখন দেখার বিষয়।
সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন।