স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মিশরের তারকা ফুটবলার মোহামেদ সালাহ। জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন লিভারপুলে এ ফরোয়ার্ড। শুক্রবার তার সংক্রমণের খবর নিশ্চিত করেছে মিসর ফুটবল ফেডারেশন।
সালাহ করোনায় আক্রান্ত হলেও তার শরীরের কোনো উপসর্গ নেই। এখন তাকে আইসোলোশনে থাকতে হবে। ফলে জাতীয় দল এবং লিভারপুলের হলে কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না তিনি।
মিসরের ফুটবল সংস্থা জানিয়েছে, সালাহর করোনা টেস্ট রিপোর্টে পজিটিভ এসেছে। তবে তার শরীরে কোনো উপসর্গ নেই। জাতীয় দলের অন্য সবার ফল নেগেটিভ এসেছে।
শনিবার আফ্রিকার নেশন্স কাপের বাছাই পর্বে টোগোর বিপক্ষে খেলবে মিসর। মঙ্গলবার ফিরতি লেগে টোগোর বিপক্ষে খেলবে তারা।
সান নিউজ/এসএম