খেলা

প্রস্তুতি নিচ্ছে বার্সা, আগেই মামলা করলেন নেইমার

স্পোর্টস ডেস্ক : চার মৌসুম আগে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। এরপর থেকেই শুরু হয় নেইমার-বার্সার দ্বন্দ্ব। এবার দ্বন্দ্ব মোড় নিলো মামলায়। নেইমারের বিরুদ্ধে ১০ মিলিয়ন ইউরো (বাংলাদেশের টাকায় ১০০ কোটি) মামলার প্রস্তুতি নিচ্ছে বার্সেলোনা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এমন খবরের রেশ কাটার আগেই জানা গেছে, কোনো প্রস্তুতি নয়, উল্টো বার্সেলোনার বিরুদ্ধে মামলা করে বসলেন নেইমার ডি সিলভা জুনিয়র।

সাবেক ক্লাবের বিরুদ্ধে ৪৪ মিলিয়ন ইউরো (বাংলাদেশি টাকায় ৪৫০ কোটি টাকা) চেয়ে নেইমার মামলা করেছেন বলে এ তথ্য নিশ্চিত করেছেন তার আইনজীবী।

নেইমারের দাবি, বার্সা তার থেকে ১০ মিলিয়ন নয়, উল্টো তিনি বার্সার কাছে ৪৪ মিলিয়ন ইউরো পাওনা রয়েছেন। ২০১৭ সালে পিএসজিতে যাওয়ার আগে বার্সার সঙ্গে তিনি যে চুক্তি নবায়ন করেছিলেন, সেই চুক্তির শর্তানুযায়ী বোনাস হিসেবে এখনও এই অর্থ পাওনা রয়েছেন তিনি। ক্লাবে থাকাকালীন পর্যন্ত বার্সা শুধু তাকে পারিশ্রমিক দিয়েছিল। বোনাসের এক পয়সাও দেয়নি।

এদিকে স্প্যানিশ একটি পত্রিকা দাবি করছে, বেশ কয়েকটি মামলার মারপ্যাঁচে বার্সাকে আটকে ফেলে প্রায় ৬০ মিলিয়ন ইউরো দাবি করছেন নেইমার। যদিও বার্সেলোনা কর্তৃপক্ষ জানাচ্ছে ভিন্নকথা।

বার্সেলোনা ভিত্তিক সংবাদমাধ্যম এল মুন্ডোর রিপোর্ট অনুযায়ী, ২০১৫ সালের নথিপত্র ঘেঁটে স্প্যানিশ আয়কর কর্মকর্তারা বার্সাকে জানিয়েছেন, নেইমারের সঙ্গে অনুনোমোধিত কিছু চুক্তি ছিল। সেসব চুক্তি থেকে তাকে অনেক অর্থ দেয়া হয়েছে, যেগুলোর তথ্য প্রকাশ করা হয়নি। ওই অর্থ থেকে করও ফাঁকি দিয়েছিলেন ব্রাজিলিয়ান এ তারকা। অতিরিক্ত এই অর্থের পরিমাণ ১০.২ মিলিয়ন ইউরো (বাংলায় প্রায় ১০০ কোটি টাকা) বলে জানিয়েছে স্প্যানিশ ট্যাক্স এজেন্সি।

এমন খবরে নেইমারের এক মুখপাত্র বৃহস্পতিবার অ্যাসোসিয়েট প্রেসকে (এপি) জানায়, এখন এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন নেইমার। তবে নেইমারে উল্টো মামলায় এখন বোঝা যাচ্ছে, বিষয়টি নিষ্পত্তি হতে কাতালোনিয়ার হাইকোর্ট মধ্যস্ততা লাগবে। সূত্র : মার্কা

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলছিটিতে ফুটবল টুর্নামেন্ট শুরু

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে শুরু হয়েছে ভূট্টো স্মৃত...

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহ...

স্বামীর মুঠোফোনে সাবেক প্রেমিকের ম্যাসেজ-ভিডিও, নববধূর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে স্বামীর মুঠোফোনে সা...

বাজার সহনশীল করার চেষ্টা করছি

নিজস্ব প্রতিবেদক : বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে জ...

বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃ...

ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত...

অটোরিকশার বিষয়ে যে বার্তা

নিজস্ব প্রতিবেদক: উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অটোরিকশা সম...

পেপার মিলে অগ্নিকাণ্ড, দগ্ধ ১১

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি পেপার মিলে অগ্...

পাকিস্তানে সাম্প্রদায়িক সহিংসতা, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবারপাখ...

আমরা সব লিপিবদ্ধ করে যাবো

বিনোদন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা