ক্রীড়া প্রতিবেদক : মিরপুরের হোম অব ক্রিকেটের সামনে সাংবাদিকদের অপেক্ষা সাকিব আল হাসানের জন্য। সকাল ৯টায় ৩৩ বছর বয়সী অলরাউন্ডারের ফিটনেস টেস্ট দিতে আসার কথা।
ঘড়ির কাঁটা সকাল সাড়ে ৯টা ছুঁইছুই। মিরপুরের মাঠে সাকিবের পদচারণা। ৩৭৬ দিন পর বিশ্বসেরা অলরাউন্ডারে মিরপুরে আগমন। এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল পুরো দেশের ক্রিকেট।
গেল বছর ২৯ অক্টোবর রাতে নিষিদ্ধ হওয়ার পর মিরপুরের হোম অব ক্রিকেট ছেড়েছিলেন সাকিব। সোমবার (০৯ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া ক্রিকেটারদের ফিটনেস টেস্টে অংশ নিতে সাকিবের আগমন।
সবার আগেই দেশসেরা অলরাউন্ডার সকাল সাড়ে ৮টার দিকে মিরপুরে ইনডোরে সময় কাটান। এরপর সকাল ১০টার কিছু আগে জিমে ঢোকেন তিনি। কিছুক্ষণ জিম করেই আবার বেরিয়ে যান তিনি।
চলতি মাসে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে আবার ক্রিকেট মাঠে ফিরবেন সাকিব।
সান নিউজ/এম