রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
খেলা প্রকাশিত ৬ নভেম্বর ২০২০ ০৯:৩৭
সর্বশেষ আপডেট ৩০ জুন ২০২১ ১৬:৩৬

প্রেমিকাসহ দুই নারীকে পিটিয়ে হাজতে ম্যানইউ কোচিং লিজেন্ড

আন্তর্জাতিক ডেস্ক : প্রেমিকাসহ দুই নারীকে পিটিয়ে পুলিশের কাছে ধরা খেয়ে রাত কাটালেন হাজতে। এতে শঙ্কায় রায়ান গিগসের কোচিং ক্যারিয়ার। ইংলিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ম্যানচেস্টারে নিজের আলিশান বাড়িতে প্রেমিকা কেট গ্রেভিল ও তার এক আত্মীয়াকে প্রহার করেছেন ওয়েলস ফুটবল দলের কোচ ৪৬ বছর বয়সী রায়ান গিগস।

জিজ্ঞাসাবাদ শেষে গিগসকে ছেড়ে দিলেও ঘটনার তদন্ত করছে পুলিশ। আর জাতীয় ফুটবল দলের আগামী তিন ম্যাচ থেকে কোচ রায়ান গিগসকে সরিয়ে দিয়েছে ওয়েলস ফুটবল ফেডারেশন । রায়ান গিগসের নারী ঘটিত কাহিনী নতুন নয়। এর আগে আপন ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে খবরের শিরোনাম হন ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবল লিজেন্ড রায়ান গিগস । গিগসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা পিতা ড্যানি উইলসনের মন্তব্যটাও তেমনি।

তিনি বলেন, ‘এটা ঠিক যে রায়ান একজন অসচ্চরিত্র মানুষ, তবে সে উগ্র নয়। ২০০৩ থেকে টানা ৮ বছর ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলেন তিনি। বিবাহিত রায়ান গিগস একই সঙ্গে সম্পর্ক রেখেছিলেন ওয়েলসের মডেল ও অভিনেত্রী ইমোজেন থমাসের সঙ্গেও। গিগসের এ সব কর্ম জানাজানি হওয়ার পর ২০১৬ তে গিগসকে তালাক দেন তার স্ত্রী স্টেসি।

বিবাহ বিচ্ছেদের আট মাসের মধ্যেই কেট গ্রেভিলের সঙ্গে সম্পর্ক গড়েন রায়ান গিগস। এতদিন ম্যানচেস্টারে গিগসের ২ মিলিয়ন ডলার মূল্যের বাড়িতেই থাকছিলেন কেট গ্রেভিল। ঘটনার পর ওই বাড়ি ছেড়ে এক আত্মীয়ের নিবাসে উঠেছেন ৩২ বছর বয়সী কেট।

১৯৯০ থেকে ২০১৪ পর্যন্ত টানা দুই যুগ ম্যানচেস্টার জার্সি গায়ে ৯৬৩ ম্যাচ খেলেছেন রায়ান গিগস। এই ওয়েলশ মিডফিল্ডারের ঝুলিতে রয়েছে ১৬৮ গোল। ক্যারিয়ারে ওয়েলস জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন ৬৪ ম্যাচ। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লীগ শিরোপা জিতেছেন ১৩ বার। দুইবার উয়েফা চ্যাম্পিয়নস লীগ ও চারবার নিয়েছে ইংলিশ এফএ কাপ শিরোপার স্বাদ।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ শনিবার (১২ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর...

চারুকলায় আগুনে পুড়ল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’

নববর্ষ শোভাযাত্রা উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বানানো দু...

গাইবান্ধার ধর্ষণ মামলার আসামি বগুড়ায় গ্রেপ্তার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় গৃহবধু ধর্ষণ মামলার...

হিমাগারে বিএডিসির আলুবীজের জায়গা মিলে নাই; বিপাকে কৃষক

কিশোরগঞ্জের হোসেনপুরে বিএডিসির আলুবীজ হিমাগারে জায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা