খেলা

ফিনল্যান্ড প্রবাসী ফুটবলার তারিকের স্বপ্নভঙ্গ

স্পোর্টস ডেস্ক : নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের লাল-সবুজ জার্সি গায়ে উঠবে- এমন স্বপ্নে বিভোর ছিলেন ফিনল্যান্ড প্রসাবী ফুটবলার তারিক রায়হান কাজী। জাতীয় দলের ক্যাম্পে পারফম্যান্স করে কোচের মনও জয় করে চলছিলেন বসুন্ধরা কিংসের এ ডিফেন্ডার। কিন্তু দুর্ভাগ্য; লাল-সবুজ জার্সির জন্য তাকে আরো অপেক্ষা করতে হবে। বৃহস্পতিবার অনুশীলনের সময় ইনজুরিতে পড়েছেন তিনি। চিকিৎসার জন্য জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যেতে হচ্ছে তার ক্লাব বসুন্ধরা কিংসে।

ফিনল্যান্ডের আলো-বাতাসে বেড়ে উঠলেও তারিক কাজীর স্বপ্ন বাংলাদেশের জার্সিতে ফুটবল খেলা। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই গত মৌসুমে তিনি যোগ দিয়েছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসে। আগস্টে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের প্রাথমিক ক্যাম্পে ডাকও পেয়েছিলেন। খেলা পিছিয়ে যাওয়ায় ক্যাম্পও স্থগিত হয়ে যায় তারিক ফিরে আসার আগেই। ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে ম্যাচ দুটির জন্য ডাকা প্রাথমিক দলে রাখা হয়েছিল তারিককে।

২৯ অক্টোবর ফিনল্যান্ড থেকে ঢাকায় ফিরে ক্যাম্পে যোগ দিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন; কিন্তু বৃহস্পতিবার অনুশীলনের সময় ইনজুরিতে পড়ে ছিটকে যান ক্যাম্প থেকে। এ নিয়ে দুই ফুটবলার অনুশীলনের সময় চোট পেলেন। এর আগে সিনিয়র ফুটবলার মামুনুল ইসলামের কব্জিতে চিড় ধরলে তাকেও নেপালের বিপক্ষে ম্যাচ খেলার আশা ছেড়ে দিতে হয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা