স্পোর্টস ডেস্ক : ২০১৬ সাল থেকে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ৫০ বছর বয়সী জিয়ান্নি ইনফান্তিনো। মঙ্গলবার সভাপতির করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে ফিফা।
ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফায় ১৬ বছর বিভিন্ন পদে দায়িত্বপালন করেন ইনফান্তিনো। বেশ কিছু কাজ বহুল প্রসংশিত হন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য, ইউরো চ্যাম্পিয়নশিপে ২৪ দলের অংশগ্রহণ এবং উয়েফা নেশন্স লীগ। স্থগিত হওয়া ২০২০ ইউরো চ্যাম্পিয়নশিপ ভিন্ন ১৩ দেশে আয়োজন করার ভাবনাটাও ইনফান্তিনোর।
বহুল আলোচিত বিশ্বকাপ ফুটবলে ৪৮ দলের অংশগ্রহণের ভাবনাটা প্রথম আসে ইনফান্তিনোর মাথা থেকেই।বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার প্রধান ৫০ বছর বয়সী জিয়ান্নি ইনফান্তিনো করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে তার আশু রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছেন বক্ত অনুরাগীরা।
সান নিউজ/পিডিকে/এস