স্পোর্টস ডেস্ক : এল ক্ল্যাসিকো মানেই মেসির জ্বলে ওঠা। কিন্তু ন্যু ক্যাম্পে আজ বলতে গেলে পুরোপুরি অনুজ্বল ছিলেন মেসি। নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। মাঝে-মধ্যে বল নিয়ে দু-একটি টান দিয়েছেন ঠিকই; কিন্তু বার্সেলোনাকে জেতানোর মত কোনো খেলাই দেখাতে পারলেন না তিনি।
মেসি অনুজ্বল মানে তো বার্সাও অনুজ্বল। রিয়াল মাদ্রিদের বিপক্ষে বল পজেশনে হয়তো এগিয়ে ছিল বার্সা। কিন্তু তাদের খেলায় মন ভরলো না কারো। অনুজ্বল তো বটেই, অগোছালো খেলার ফলে নিজেদের মাঠ ন্যু ক্যাম্পেই রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে পরাজয় বরণ করতে হলো রোনাল্ড কোম্যানের শিষ্যদের।
খেলার শুরুতে মাত্র তিন মিনিটের দুর্দান্ত দুটি আক্রমণ। এই দুই আক্রমণেই পরাস্ত হলেন রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার দুই গোলরক্ষক। দু’দলই হজম করলো দুটি গোল। ১-১ গোলে সমতা নিয়েই প্রথমার্ধ শেষ করে এল ক্ল্যাসিকোর দুই প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে হলো আরও দুটি গোল। এই দুটিই করলো রিয়াল মাদ্রিদ।
মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো গড়ালো বার্সার হোম ভেন্যু ন্যু ক্যাম্পে। তবে শুরু থেকে রিয়ালের বিপক্ষে চেপে বসতে পারেনি লিওনেল মেসি এবং আনসু ফাতিরা। রোনাল্ড কোম্যান যে পজিশনে দল সাজিয়েছেন, তাতে করে উল্টো রিয়াল মাদ্রিদই প্রথমে চেপে বসেছে বার্সার ওপর।
যদিও গোল হজম করার পর খুব দ্রুতই ট্র্যাকে ফিরে এসেছে তারা। মূলতঃ তরুণ ফুটবলার আনসু ফাতির ক্ষিপ্র গতির কারণেই সমতায় ফিরতে পেরেছে বার্সা।
সান নিউজ/এসএম