স্পোর্টস ডেস্ক : সোমবার রাতে রয়েলচ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু উড়িয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৯৪ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল ব্যাঙ্গালুরু। জবাবে নির্ধারিত ২০ ওভার শেষে কলকাতার স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ১১২ রান। ফলে ৮২ রানের বিশাল ব্যবধানের জয় পায় ব্যাঙ্গালুরু।
এ জয়ের সুবাদে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে তারা। টেবিল টপার মুম্বাই ইন্ডিয়ানসের মতোই সাত ম্যাচে ৫টি জিতেছে কোহলির ব্যাঙ্গালুরু। তবে নেট রানরেটের কারণে মুম্বাই ও দিল্লির নিচে তাদের অবস্থান।
আইপিএলের প্রথম জুটি হিসেবে ১০টি শতরানের পার্টনারশিপ এবং জুটি বেঁধে ৩০০০ রান যোগ করার রেকর্ড গড়েছেন ব্যাঙ্গালুরুর সবচেয়ে বড় দুই তারকা, নির্ভরতার প্রতীক বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স।
সোমবার রাতের ম্যাচটিতে ডি ভিলিয়ার্স যখন ব্যাটিংয়ে আসেন তখন ১২.২ ওভারে ব্যাঙ্গালুরুর সংগ্রহ ২ উইকেটে ৯৪ রান। সঙ্গী হিসেবে তিনি পান কোহলিকে। দুজন মিলে মাত্র ৪৭ বলে যোগ করেন আরও ১০০ রান। ভিলিয়ার্স ৭৩ ও কোহলি ৩৩ রানে অপরাজিত থাকেন। এ দুজনের জুটিতেই ১৯৪ রানের বড় সংগ্রহ পায় ব্যাঙ্গালুরু।
আইপিএলে সর্বোচ্চ শতরানের জুটির পরের রেকর্ডটিও কোহলি-ব্যাঙ্গালুরুর দখলেই। দলের মারদাঙ্গা ওপেনার ক্রিস গেইলের সঙ্গে নয়বার শতরানের জুটি গড়েছেন অধিনায়ক কোহলি। এ তালিকায় পরের জুটিগুলো যথাক্রমে শিখর ধাওয়ান-ডেভিড ওয়ার্নার (৬), ডেভিড ওয়ার্নার-জনি বেয়ারস্টো (৫) এবং গৌতম গম্ভীর-রবিন উথাপ্পা (৫)।
সান নিউজ/পিডিকে/এস