স্পোর্টস ডেস্ক : জয় দিয়ে কাতার বিশ্বকাপের বাছাই অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। গেল শুক্রবার ইকুয়েডরের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জয়ের পর মঙ্গলবার (১৩ অক্টোবর) বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসিরা। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও দলে থাকছেন না দুর্দান্ত ফর্মে থাকা ফরোয়ার্ড পাওলো দিবালা।
তলপেটের সমস্যার কারণে বলিভিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে থাকছেন না দিবালা। আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি এক টুইট বার্তায় এমনটাই জানিয়েছেন। এতে এই ফরোয়ার্ডকে ছাড়াই দেশ ছেড়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বলিভিয়ার লাপাজে এস্তাদিও হার্নান্দো সাইলেসে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।
গেল মৌসুমে জুভেন্টাসের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন দিবালা। এতে খুব সহজেই আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াডে সুযোগ পান দিবালা। তবে প্রথম ম্যাচ থেকে সমস্যায় ভুগছিলেন তিনি। এবার স্কালোনি নিশ্চিত করলেন দ্বিতীয় ম্যাচেও থাকছেন না দিবালা।
ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলের জয় পাওয়া আর্জেন্টিনার বলিভিয়ার মাঠে অবশ্য রেকর্ডটা সুবিধার নয়। ২০০৯ সালে এই মাঠেই ৬-১ গোলে হেরেছিল তারা, হেরেছিল সর্বশেষ ২০১৭ সালেও।
সান নিউজ/এম/এস