লা লিগায় টানা ৫ ম্যাচ জিতে ছন্দে থাকা রিয়াল মাদ্রিদকে মাটিতে নামালো সেল্টা ভিগো । ঘরের মাঠ বার্নাব্যুতে সেল্টা ভিগোর বিপক্ষে খেলতে নেমে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারায় রিয়াল।
ম্যাচের শুরুতে গোল হজম করেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় স্প্যানিশ জায়ান্টরা। কিন্তু শেষ রক্ষা হয়নি। শেষ মুহূর্তে এসে গোল করে সমতায় ফিরে সেল্টা ভিগো।
টানা পাঁচ ম্যাচ জয়ের পর নিজেদের দুর্গ বার্নাব্যুতে হোঁচট খেল জিদান শিষ্যরা। ম্যাচের সপ্তম মিনিটে মাঝমাঠ থেকে বল বাড়িয়ে দেন ইয়াগো আসপাস। ডান পায়ের শটে কর্তোয়াকে ফাঁকি দেন ফেদর স্মলভ।
প্রথমার্ধে কিছুটা অগোছালো ছিলো বিয়ার। লক্ষ্যে শট করতে পারেনি একটিও। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাড়ায় রিয়াল। টনি ক্রুসের গোলে সমতায় ফেরে স্বাগতিকেরা। ৫২ মিনিটে মার্সেলোর কাটব্যাক থেকে বাঁ পায়ের শটে বল জালে জড়ান ক্রুস। ৬৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন রামোস। রিয়ালের ফরোয়ার্ড হ্যাজার্ডকে ফাউল করেন সেল্টার গোলরক্ষক ব্লানসো। সফল স্পটকিক থেকে ব্যবধান বাড়ান দ্বিগুন করে জিদানের শিষ্যরা। ।
শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে খেলা শেষ করতে পারেনি রিয়াল মাদ্রিদ। ম্যাচের ম্যাচের ৮৬তম মিনিটে সান্তি মিনারের গোলে সমতায় ফেরে অতিথিরা। শেষ পর্যন্ত পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়তে হয় বেনজেমা-রামোসদের।
হারলেও ৫৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে বার্সেলোনা।