স্পোর্টস ডেস্ক : বাছাইপর্বের ম্যাচ দিয়ে আর্জেন্টিনার যাত্রা শুরু ২০২২ কাতার বিশ্বকাপের। ইকুয়েডের বিপক্ষে লড়বে লিওনেল মেসির দল। আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের আলবার্তো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার (৯ অক্টোবর) ভোর সাড়ে ৬টায়। এদিকে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে, দুই প্রতিবেশী রাষ্ট্রের লড়াইয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে ওয়েলস। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামের এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্বের সূচনা হতে যাচ্ছে হট ফেভারিট আর্জেন্টিনার। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে লিওনেল মেসির যাত্রা শুরু মরুর দেশটির পানে। সে জন্য আর্জেন্টিনা পৌঁছেছেন এলএমটেন। দলের সঙ্গে অনুশীলনও সেরেছে। সঙ্গে আছেন জুভেন্টাস ফরোয়ার্ড পাওলো দিবালা।
ইকুয়েডর বিপক্ষে সার্জিও আগুয়েরো ও মার্কোস রোহোকে পাচ্ছেন না কোচ লিওনেল স্ক্যালোনি। ডি- মারিয়াকে তো দলেই ডাকেননি। তাই মেসিকে একটু অন্য ভূমিকায় দেখা যেতে পারে। ৪-৩-২-১ ফরমেশনে ছক সাজানোয়, লওতারো মার্তিনেজকে ফরোয়ার্ডের ভূমিকায় খেলানো হতে পারে। আর এই ম্যাচে গোলরক্ষক হিসেবে ডেব্যু হতে পারে আস্টন ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের।
শেষ সাত ম্যাচ ধরে অপরাজেয় আর্জেন্টিনা। অবশ্য ইকুয়েডরের বিপক্ষে ভয়ও নেই। কেননা দুই দলের মুখোমুখি হওয়া ৩৫ ম্যাচের মধ্যে ২০ জয় নিয়ে এগিয়ে আলবিসেলেস্তারা। বাকি ১৫ ম্যাচের ১০ টিতে ড্র। ৫টিতে হার ওটামেন্ডিদের। ইকুয়েডরের বিপক্ষে সাম্প্রতিক পারফরম্যান্স আশা জাগাচ্ছে আর্জেন্টিনাকে গত বছর ৬-১ গোলে ইকুয়েডরকে উড়িয়ে দিয়েছিল মেসিরা। তাই নিজেদের মাঠে পরিষ্কার এগিয়ে থাকা আলবিসেলেস্তারা আরও একটি জয়ের অপেক্ষায়।