খেলা

দ্রুত গতিতে উসাইন বোল্টকে ছাড়িয়ে গেলেন ভারতের শ্রমিক

ইন্টারন্যাশনাল ডেস্ক:

যদিও প্রতিযোগীতা দুটো সমান নয়। কিন্তু দুজনেই রেকর্ড করেছেন দৌড়ে। একজন দৌড়িয়েছেন অলিম্পিকের কার্পেট বিছানো মসৃণ ট্রাকে। আর একজন কর্দমাক্ত পিচ্ছিল রাস্তায় তাও আবার সঙ্গে দুইটি মহিষ নিয়ে। বলছি প্রথিবীর সবচেয়ে দ্রুতগতির মানব উসাইন বোল্ট এবং ভারতের ‘কাম্বালা জকি’ শ্রীনিবাস গৌড়ার কথা।

দুটি পোষা মহিষ নিয়ে দৌড়ে ১৩ দশমিক ৬২ সেকেন্ডে ১৪২ মিটারের বেশি অতিক্রম করেছেন শ্রীনিবাস। ২৮ বছর বয়সী ওই যুবক কাম্বালার ৩০ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন। এরপর থেকেই বোল্টের সঙ্গে তুলনা চলছে তার। ১০০ মিটার ৯.৫৮ সেকেন্ডে পাড়ি দিয়ে দ্রুততম দৌড়ের রেকর্ড গড়েছিলেন বোল্ট। অঙ্কের হিসেবে শ্রীনিবাস কাম্বালায় ওই দৌড়ে ১০০ মিটার পারি দিয়েছেন ৯.৫৫ সেকেন্ডে, যা ২০০৯ বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে বোল্টের বিশ্ব রেকর্ড গড়া দৌড়ের চেয়ে ০.০৩ সেকেন্ড দ্রুততম!

শনিবার (১৫ ফেব্রুয়ারি) এ নিয়ে টুইট করেছেন ভারতের সংসদ সদস্য শশী থারুর। টুইটে তিনি বলেন, ‘উসাইন বোল্টের চেয়েও দ্রুতগামী? কর্ণাটকের লোকটি মোষ নিয়ে ১০০ মিটার ৯.৫৫ সেকেন্ডে পাড়ি দিয়েছে। ভারতের অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশনকে বলছি তাকে নিজেদের অধীনে নিয়ে অলিম্পিক চ্যাম্পিয়ন বানাতে। জানি না এমন আরও কত প্রতিভা লুকিয়ে আছে!’

স্থানীয় কাম্বালা একাডেমিতে এ দৌড়ের ওপর প্রশিক্ষণ নিয়েছেন শ্রীনিবাস। তিনি নিজে অবশ্য বোল্টের সঙ্গে তুলনায় নারাজ। শুধু এটুকু বলেছেন, ‘কাম্বালা ভালোবাসি। আমার এ সাফল্যের পেছনে দুটি মোষেরও কৃতিত্ব রয়েছে। তারা খুব দ্রুত দৌড়েছে। আমি অনুসরণ ও পরিচালনা করেছি।’

ভারতের খ্যাতনামা ব্যবসায়িক গ্রুপ ‘মহেন্দ্র’-এর চেয়ারম্যান আনন্দ মহেন্দ্র শ্রীনিবাসকে নিয়ে টুইট করেন, ‘কিরণ রিজিজু হয় তাকে ১০০ মিটার স্প্রিন্টার বানাবে নতুবা কাম্বালা দৌড়টা আমরা অলিম্পিকে দেখতে চাই। শ্রীনিবাসের জন্য আমরা সোনার পদক চাই!’ আনন্দ মহেন্দ্রর টুইট রি-টুইট করে ভারতের মন্ত্রী কিরণ রিজিজু জানান, ‘কর্ণাটকের শ্রীনিবাসকে গৌড়াকে কোচদের মাধ্যমের ট্রায়ালের ব্যবস্থা করা হবে।’

২০১৩ সাল থেকে কাম্বালায় অংশ নিচ্ছেন শ্রীনিবাস। এ পর্যন্ত ২৮টি পদক জিতেছেন। পশুদের ওপর অত্যাচারের জন্য এ দৌড় একবার বন্ধ করার আবেদন উঠেছিল আদালতে। কিন্তু ২০১৬ সালে এ দৌড়ের ছাড়পত্র দেয় ভারতের আদালত।

শ্রীনিবাস গৌড়া ভারতের কর্ণাটকের বাসিন্দা। তিনি কর্নাটকের প্রত্যন্ত গ্রাম মুদাবিদরির ঠিকাশ্রমিক। বাড়ি নির্মাণের কাজ করেন তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাদাগাস্কারে নৌকাডুবে ২৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : মাদাগাস্কারের উপকূলে দুইটি নৌকাডুবে কমপক...

গাজাজুড়ে ইসরায়েলি হামলায় নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায়...

মাটিরাঙ্গায় ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিভিন্ন ব্যবসা...

মুন্সীগঞ্জে সিন্ডিকেটের কব্জায় আলু

মো. নাজির হোসেন, (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: রাজধানীর কাছের জেলা...

গজারিয়াতে বিপাকে সাধারণ জেলেরা

মো. নাজির হোসেন, (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়...

ফের কমলো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমানোর সিদ্...

শিক্ষার্থীদের নামে নালিশ দেবেন পরীমনি

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত ও জনপ্রিয় ন...

একদিনে ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হ...

চট্টগ্রামে হামলায় আইনজীবী নিহত

জেলা প্রতিনিধি : চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মু...

ষড়যন্ত্র প্রতিরোধে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে

নিজস্ব প্রতিবেদক : বিগত ফ্যাসিবাদী সরকার দেশে অস্থিতিশীল পরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা