স্পোর্টস ডেস্ক:
সারাদেশে নারী-শিশু ধর্ষণ, নিপীড়ন-নির্যাতনের ঘটনায় উত্তাল বাংলাদেশ। দেশের কোথাও না কোথাও প্রতিনিয়ত ঘটছে ধর্ষণের মতো ঘৃণিত অপরাধ। প্রতিবাদে মুখর হয়েছেন দেশের ক্রীড়া তারকারাও। এবার এই তালিকায় নাম লেখালেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা পেসার মাশরাফি বিন মর্তুজা।
দেশের সফলতম এ অধিনায়ক তার ভেরিফাইড ফেসবুক পোস্টে লেখেন, 'আপনার মেয়ে যখন আপনার কোলে বসে থাকে, তখন আপনার সেই অনুভূতি হয় না। যখন আপনার বোন আপনার পাশের রুমে থাকে, তখনও সেই অনুভূতি আসে না। আপনার স্ত্রীকে নিয়ে যখন আপনি ঘুরতে বেরোন, তখন তার দিকে বাঁকাভাবে তাকালে আপনার খারাপ লাগে। কিন্তু অন্যকে দেখার ক্ষেত্রে কি আমার, আপনার অনুভূতি একই রকম আছে?'
'তা না হলে বুঝে নিতে হবে, সমস্যা অনেকের মগজেই। হয়তো পরিবেশ-পরিস্থিতির কারণে সবারটা প্রকাশ পায় না। আসুন মানসিকতা পরিবর্তন করি। নারীকে মাথা উঁচু করে বাঁচতে দিই। আর ধর্ষক কোনো পরিচয় বহন করে না। সে কুৎসিত, হয়তো চেহারায় নয়, মানসিকতায়।'
এর আগে ধর্ষকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিমসহ জাতীয় দলের অনেক ক্রিকেটার।
সান নিউজ/পিডিকে