স্পোর্টস ডেস্ক: বিশ্ব জুনিয়র দাবায় বাংলাদেশের দুই দাবাড়ু আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া পঞ্চম রাউন্ডে নিজ নিজ ম্যাচে জিতেছেন।
আরও পড়ুন: সেমিফাইনালে বাংলাদেশের হার
গতকাল চতুর্থ রাউন্ডে উজবেকিস্তানের ক্যান্ডিডেট মাস্টার মিরাজিজকে কালো ঘুটি নিয়ে হারিয়েছেন নীড়। উজবেক দাবাড়ুর রেটিং ২১৩২। এই ম্যাচ জেতায় আজ ইতালিয়ান ফিদে মাস্টারের (২২৬৯) সঙ্গে তার খেলা পড়েছে। নীড়ের রেটিং ২৪৩১। বিশ্ব জুনিয়র দাবায় নীড় এখনও তার চেয়ে বেশি রেটিংধারীদের মুখোমুখি হতে পারেননি। সুইস লিগ পদ্ধতিতে পয়েন্টের ভিত্তিতে প্রতিপক্ষ নির্ধারণ করা হয়। জয়ের ধারাবাহিকতা থাকলে তখন বেশি রেটিংধারী বড় প্রতিপক্ষের সঙ্গে খেলা পড়ে।
তাহসিন গতকাল ওয়েলসের দাবাড়ুকে কালো ঘুটি নিয়ে হারান। তাহসিনের রেটিং ২৩২৩। ওয়েলসের দাবাড়ুর রেটিং তার চেয়ে কম। আজ ষষ্ঠ রাউন্ডে তাহসিনের প্রতিপক্ষ নরওয়ের আন্তর্জাতিক মাস্টার আকসেল।
সান নিউজ/এএন