স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির মূল লড়াইয়ে নামার আগে আজ দুবাইয়ের আইসিসি একাডেমিতে একটিমাত্র প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের।
আরও পড়ুন: সংখ্যার পাতায় দেশের চ্যাম্পিয়ন্স ট্রফি
প্রস্তুতি ম্যাচে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এই ম্যাচ দিয়েই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির বড় একটা পরীক্ষা হয়ে যাবে। কেননা বিপিএলের কারণে অনেকটা সময় ওয়ানডে ফরম্যাটের বাইরে ছিল টাইগার ক্রিকেটাররা। ফলে যথেষ্ট ম্যাচ প্র্যাকটিস হয়নি।
বাংলাদেশ দল আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করবে ২০ ফেব্রুয়ারি থেকে। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ শক্তিশালী ভারত।
সান নিউজ/এএন