স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ বডিবিল্ডার ও ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মিস্টার বাংলাদেশ নজরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বডিবিল্ডিং ফেডারেশনের সাবেক কমিটির কর্মকর্তা এবং নজরুলের সতীর্থ অনেকে।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা
সাম্প্রতি শারীরিক অসুস্থতায় গত ২ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এরপর চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিকে, বুধবার বাদ জোহর রাজধানীর বংশালে তার জানাজার পর আজিমপুর কবরস্থানে চিরশায়িত হবেন সাবেক এই খেলোয়াড় ও সংগঠক।
সান নিউজ/এমএইচ