স্পোর্টস ডেস্ক : ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিলেন সাবেক চ্যাম্পিয়ন এবং টুর্নামেন্টের প্রথম বাছাই সিমোনা হালেপ। পোল্যান্ডের টিন-এজ প্রতিদ্বন্দ্বী ইগা স্বিয়াতেকের কাছে স্ট্রেট সেটে হেরে রোলা গ্যারোঁ থেকে বিদায় নিশ্চিত হল রোমানিয়ান হালেপের।
রোববার (৪ অক্টোবর) ১৯ বছর বয়সী স্বিয়াতেকের কাছে ২০১৮ চ্যাম্পিয়ন হারলেন ১-৬, ২-৬ সেটে। ২০১৯ চ্যাম্পিয়ন অ্যাশলে বার্টি টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন, গোঁড়ালির চোটে ছিটকে গিয়েছেন সেরেনা উইলিয়ামসও। টুর্নামেন্টে নেই সদ্য ইউএস ওপেন জয়ী নাওমি ওসাকাও। ফলত ফরাসি ওপেনের দাবিদার হিসেবে সাবেক চ্যাম্পিয়ন হালেপ ছিলেন হট ফেভারিট। স্বাভাবিকভাবেই বিশ্বের ৫৪ নম্বরের কাছে রোমানিয়ান তারকার হারটা অঘটনেরই সামিল।
হালেপকে স্ট্রেট সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নেওয়ার বিষয়টি অবাক করেছে পোলিশ তারকা স্বিয়াতেককেও। হালেপকে হারিয়ে পোলিশ তারকা জানিয়েছেন, ‘আমি অবাক যে এটা আমি সম্ভব করতে পেরেছি।’
হালেপের টানা ১৭ ম্যাচ জয়ের দৌঁড় থামিয়ে স্বিয়াতেক আরও বলেন, ‘আমার মনে হচ্ছে আমি একটা দুর্দান্ত ম্যাচ খেলেছি।’
উল্লেখ্য, এর আগে গত বছর ফরাসি ওপেনে হালেপের মুখোমুখি হয়েছিলেন পোলিশ তারকা। কিন্তু মাত্র ৪৫ মিনিটেই ম্যাচ জিতে নিয়েছিলেন হালেপ। মাত্র একটি গেম জিততে পেরেছিলেন স্বিয়াতেক।
এক বছর পর সম্পূর্ণ উল্টা ছবি। স্বিয়াতেক বলছেন, ‘গত বছর আমার অভিজ্ঞতা বিশেষ ছিল না। বড় স্টেডিয়ামে প্রথম খেলতে নেমেছিলাম। তাই একটু জড়তা ছিল। কিন্তু এরপর আমি নিজের খেলায় প্রভূত উন্নতি করেছি। সিমোনা, ওসাকা, ওজনিয়াকি এদের সঙ্গে খেলে এখন চাপ কীভাবে সামলাতে হয় শিখেছি।’
উল্লেখ্য, চতুর্থ রাউন্ডের ম্যাচে রোববার মাত্র ২৩ মিনিটেই ৬-১ ব্যবধানে প্রথম সেট জিতে নেন স্বিয়াতেক। প্রথম সেটে ১৭টি উইনার মারেন পোলিশ টিন-এজ প্লেয়ার। পক্ষান্তরে অভিজ্ঞ হালেপের ব্যাট থেকে মাত্র ৪টি উইনার আসে। দ্বিতীয় সেটে ৪৫ মিনিটে জয় ছিনিয়ে নেন স্বিয়াতেক। গোটা ম্যাচে ৩০টি উইনার মারেন তিনি। উইম্বলডন চ্যাম্পিয়নকে সারা ম্যাচে কোনও ব্রেক পয়েন্ট নেওয়ার সুযোগ না দিয়ে ৬-২ গেমে দ্বিতীয় সেট মুঠোয় ভরে নেন স্বিয়াতেক। অন্য ম্যাচে বিশ্বের ১৫৯ নম্বর মার্টিনা ত্রেভিসানের কাছে ৪-৬, ৪-৬ হার স্বীকার করলেন পঞ্চম বাছাই কিকি বার্টেন্স।
সান নিউজ/ বিএম/এস