স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
আরও পড়ুন : টিভিতে আজকের খেলা
এআরওয়াই নিউজের প্রতিবেদনে বলা হয়, মোহাম্মদ আমির ওয়ানডে, টি-টোয়েন্টি এবং টেস্ট—তিন ফরম্যাট থেকেই অবসর নিচ্ছেন। পাকিস্তানের হয়ে খেলার সময়কে তিনি ‘গৌরবময় অধ্যায়’ হিসেবে বর্ণনা করেছেন।
সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও দলে ডাক পড়েনি তার। যে কারণে তিনি বুঝে যান আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতেও খেলা হচ্ছে না তার। যে কারণে সবশেষ ২০১৭ সালে ভারতকে হারিয়ে পাকিস্তানকে চ্যাম্পিয়নস ট্রফি জেতানো এই নায়ক অবসরের ঘোষণা দিয়েছেন। যা এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে পিসিবি।
আরও পড়ুন : মামলা থেকে অব্যাহতি পেলেন এমবাপে
আমির তার বিদায়ী বার্তায় বলেন, ‘তিনটি ফরম্যাটেই পাকিস্তানের হয়ে খেলাটা অনেক সম্মানের। আমি জানি এটি একটি কঠিন সিদ্ধান্ত, তবে আমি মনে করি পরবর্তী প্রজন্মের জন্য ব্যাট হাতে নেওয়া এবং পাকিস্তান ক্রিকেটকে নতুন উচ্চতায় উন্নীত করার এটাই সঠিক সময়।
তিনি আরও বলেন, ‘আমি পিসিবিকে ধন্যবাদ জানাতে চাই। তারা বছরের পর বছর ধরে সমর্থন করে গেছে। আমি দলের শ্রেষ্ঠত্ব দেখার অপেক্ষায় রইলাম। আমার ক্যারিয়ার জুড়ে সবসময় আমাকে সমর্থন করার জন্য আমি পাকিস্তান ভক্তদের ধন্যবাদ জানাতে চাই।’
আরও পড়ুন : ২০২৭ বিশ্বকাপের সময় ঘোষণা
প্রসঙ্গত, ২০০৯ সালের জুনে আন্তর্জাতিক অভিষেক হওয়ার পর পাকিস্তানের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৬২টি টি-টোয়েন্টি খেলেছেন আমির। তিন ফরম্যাটে ২৭১ উইকেট এবং ব্যাট হাতে ১১৭৯ রান করেন আমির।
সান নিউজ/এমআর