স্পোর্টস ডেস্ক: এসএ গেমস এয়ার রাইফেল ইভেন্টে স্বর্ণজয়ী ও বাংলাদেশের শুটিংয়ের সাবেক তারকা শুটার সাদিয়া সুলতানা আর নেই।
সোমবার (২ ডিসেম্বর) চট্টগ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
আরও পড়ুন: কাল শুরু ফেডারেশন কাপ
মৃত সাদিয়া সুলতানা ২০১০ সালে এসএ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন। তিনি কমনওয়েলথ শুটিংয়েও পদক পেয়েছিল। ২০১৩ সালে বাংলাদেশ গেমসের পর থেকে তিনি শুটিং অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে রাখেন।
এদিকে, ব্যক্তিগত কিছু কারণে অবসাদের মধ্যেও ছিলেন তিনি। সাম্প্রতি কয়েক বছর আগে আগুনে পুড়ে আহত হয়েছিলেন। এরপর থেকে তার জীবন খুব বেশি স্বাভাবিক ছিল না। সতীর্থ শুটারদের সাথেও সেভাবে যোগাযোগ রাখতেন না। একেবারে নিভৃতে ছিলেন তিনি।
সান নিউজ/এমএইচ