স্পোর্টস ডেস্ক : মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে বাংলাদেশ নারী দল। এই ম্যাচে ১৫৪ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ।
আরও পড়ুন : টিভিতে আজকের খেলা
বুধবার (২৭ নভেম্বর) আগে ব্যাট করতে নেমে আইরিশদের ২৫৩ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৯৮ রানেই গুঁটিয়ে যায় আয়ারল্যান্ড।
এদিন বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি আয়ারল্যান্ড মেয়েদের। ৪ বলে ৫ রান করে শুরুতেই সাজঘরে ফেরেন অধিনায়ক গ্যাবি লুইস। পরের বলে অ্যাসিম হান্টারকে আউট করে জোড়া উইকেট তুলে নেন মারুফা খাতুন।
আরও পড়ুন : অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করল ভারত
চতুর্থ উইকেটে ওরলা প্রেন্ডারগাস্টকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন ওপেনার সারাহ ফোরবেস। কিন্তু ইনিংস বড় করতে পারেননি ওরলা। ১৯ রান করে এই ব্যাটার আউট হলে ৪৮ রানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে আইরিশরা। কিন্তু এক প্রান্ত আগলে রেখে লড়াই করেনে ফোরবেস।
২৫ রান করে রান আউট হন এই আইরিশ ওপেনার। এরপর লেয়াওহ পল (০), লরা ডিলানি (২২), উনা রেমন্ড-হোয় (৭) এবং আভা ক্যানিং শূন্য রানে বোল্ড আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় আয়ারল্যান্ড।
আরও পড়ুন : ফের হারলো সাকিবের দল
শেষ দিকে অ্যাইমি ম্যাগুইরে (০) এবং ফ্রেয়া সারজেন্ট ৯ রানের আউট হলে মাত্র ৯৮ রানে অলআউট হয় বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন এবং নাহিদা আক্তার তিনটি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও দুই উইকেট মারুফা আক্তার।
সান নিউজ/এমআর