স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টের চতুর্থ দিনের শুরুতেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। মাত্র ২৬ মিনিটের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে ফেলে টাইগাররা। গতকাল ৮৭ রানে অপরাজিত থাকা মেহেদী হাসান মিরাজ এদিন আউট হয়েছেন ৯৭ রানে।
আরও পড়ুন: লিড নিলো বাংলাদেশ
নিজেদের ২য় ইনিংসে ৮৯ ওভার ৫ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ৩০৭ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৯৭ রান করেন মিরাজ। ম্যাচটা শেষমেশ ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। তবে মিরাজের এমন দুর্দান্ত ইনিংস নিয়ে বিপক্ষ দলের অধিনায়ক এইডেন মার্করামও প্রশংসায় ভাসিয়েছেন তাকে।
মার্করাম বলেন, ‘(বাংলাদেশ কঠিন সময় দিয়েছে কি না) হ্যাঁ অবশ্যই। নতুন বল খেলাটা বেশ কঠিন ছিল ব্যাটার হিসেবে। গতকাল বা তার আগের দিনও তারা ভালো জুটি গড়েছে। বল নরম ছিল কিছুটা। উইকেট তুলতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। অনেক কৃতিত্ব দিতে হবে তাদের। মেহেদী দারুণ খেলেছে। সেঞ্চুরিটা সে ডিজার্ভ করত। চ্যালেঞ্জ ছিল অনেক। তবে আমরা তা মানিয়ে নিয়েছি অনেক পরিশ্রম করে। অবশ্যই বাংলাদেশকে এখানে কৃতিত্ব দিতে হবে।’
সান নিউজ/এএন