স্পোর্টস ডেস্ক:
মরার ওপর খাড়ার ঘাঁ এর মতো অবস্থা ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির। এক ম্যাচেই হয়ে গেলেন খলনায়ক। কিংস ইলেভেন পাঞ্জাব একাদশের বিপক্ষে স্লো-ওভার রেটিংয়ের দায়ে ১২ লাখ রুপি জরিমানা গুণতে হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলিকে।
একে তো খুব বাজেভাবে হেরেছে তার দল, তার ওপর দিতে হচ্ছে বড় জরিমানা।
ব্যাট হাতে এক রানের বেশি করতে পারেননি। আবার ফিল্ডিংও খুব বাজে। দুবার ক্যাচ ফেললেন বিপক্ষ দলের ক্যাপ্টেন লোকেশ রাহুলের। যিনি পরে আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা ইনিংস খেলে গেলেন। ক্যাচ মিস, ব্যাট হাতে ব্যর্থতার সঙ্গত করে গেল স্লো ওভার রেট। এই কারণেই এই বিশাল অঙ্কের জরিমানা।
এরপরেই কোহলি ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলে গেলেন, 'আমাদের সেরা দিন মোটেই ছিল না এদিন। আমাকেই সামনে দাঁড়িয়ে এর জন্য দায়িত্ব নিতে হবে। কেএল রাহুল যখন সেট হয়ে গিয়েছিল, সেই সময় বেশ কিছু সুযোগ নষ্ট করলাম, এর জন্যই শেষের দিকে আমাদের অতিরিক্ত ৩৫-৪০ রান খরচ করতে হল। যদি আমরা ওদের ১৮০ রানের মধ্যে বেঁধে রাখতে পারতাম, তাহলে প্রথম বল থেকেই আমরা চাপে পড়তাম না।'
শুরুতে ব্যাটিং করে কিংস ইলেভেন পাঞ্জাব স্কোরবোর্ডে ২০৬ তোলে। জবাবে ১৭ ওভারে ১০৯ রানে অলআউট হয়ে যায় আরসিবি।
কোহলি তাই বলছেন, 'ঠিক কোন জায়গায় ভুল হল, তা আমরা জানি। আমিই সব দায় নিচ্ছি মাথা পেতে। এমন কিছুদিন আসে যেদিন এমন ঘটনা ঘটে। সেগুলো মেনে নিতে হবে। আমরা একটা ভালো দিন এবং একটা খারাপ দিন- দুইই দেখলাম। এখন সামনের দিকে এগিয়ে যাওয়ার সময়।'
সান নিউজ/আরএইচ/ এআর