স্পোর্টস ডেস্ক:
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৯৭ রানে হারিয়ে আইপিএল ২০২০-র প্রথম জয় তুলে পেলো কিংস ইলেভেন পাঞ্জাব। আইপিএলে অধিনায়ক হিসেবে এটাই লোকেশ রাহুলের প্রথম জয়। ম্যাচে এদিন ১৩২ রানের বিধ্বংসী ইনিংসও খেলেন তিনি।
প্রথমে ব্যাট করে রাহুলের সেঞ্চুরিতে ৩ উইকেট হারিয়ে ২০৬ রান তোলে পাঞ্জাব। রান তাড়া করতে নেমে এদিন শুরু থেকেই চাপের মুখে পড়ে আরসিবি ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে। গত ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান দেবদূত পড়িক্কাল এদিন ১ রান করে আউট হন। তিন নম্বর বিরাট জোস ফিলিপেকে ব্যাটিং করতে পাঠান। টপ অর্ডারে সুযোগ পেলেও এদিন ০ রানে সাজঘরে ফেরেন। বিরাট কোহলি চারে নেমে ১ রানে আউট হন। এবিডি ২৮ ও আরসিবির হয়ে ওয়াশিংটন সুন্দর সর্বোচ্চ ৩০ রান হাঁকিয়েছেন।
পাঞ্জাবের বোলারদের মধ্যে সেলডেন কোটরেল ৩ ওভারে ১৭ রান খরচে ২টি উইকেট নিয়েছেন। শামি ৩ ওভরে ১৪ রান খরচে ১টি উইকেট নিলেন। পাঞ্জাবের স্পিনাররা এদিন খেল দেখালেন। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা রবি বিষ্ণুই এদিন ৪ ওভারে ৩২ রান খরচে ৩টি উইকেট নেন। দলের অন্য স্পিনার মুরগান অশ্বিনও ৩টি উইকেট পান।
সান নিউজ/আরএইচ