স্পোর্টস ডেস্ক:
কোয়ারেন্টাইন ইস্যুতে কিছুটা নমনীয় হলেও এবার ভেন্যু নিয়ে ভিন্ন কথা বলছে শ্রীলংকান ক্রিকেট কাউন্সিল (এসএলসি)।
গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে, তিন টেস্টের ভেন্যু হিসেবে গল, পাল্লেকেলে এবং কলম্বোর নাম প্রস্তাব করেছেন এসএলসির সহ সভাপতি রাভিন ভিকরামাত্নে। বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণা না এলেও তাই অনেকটাই নিশ্চিত হয়ে গেলো টাইগারদের লঙ্কা সফর। তবে, এ ব্যাপারে এখনো কোন আনুষ্ঠানিক মন্তব্য করেনি ক্রিকেট বোর্ড।
এতোদিন পর্যন্ত টিম টাইগার্সের সফর অনিশ্চিত থাকলেও লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রস্তাবে আশার আলো দেখা যাচ্ছে। বিসিবি সভাপতির আপত্তির পর এই প্রথম কোন ইতিবাচক বক্তব্য আসলো লঙ্কান বোর্ড কর্তাদের কাছ থেকে।
সফরকারীদের ব্যাপারে রাভিন ভিকরামাত্নে বলেন, 'বাংলাদেশ থেকে কতজন এখানে আসবেন, বিসিবি থেকে প্রস্তাবিত সংখ্যার ওপর ভিত্তি করে আমরা সেই সিদ্ধান্ত জানাবো। এরপর তাদের সেটা পছন্দ হলে কোভিড-১৯ এর টাস্ক ফোর্সের নিয়ম অনুযায়ী কাজ করবো। বাংলাদেশকে আমরা দুই ধাপে কোয়ারেন্টিনের বিষয়টি জানিয়েছি। অন্তত সাতদিন তারা তাদের দেশেই কোয়ারেন্টিন পালন করবেন এবং তিনবার কোভিড টেস্টে উত্তীর্ণ হওয়ার পর শ্রীলঙ্কায় আসবেন। আমাদের এখানে আরো একবার তাদের টেস্ট করা হবে। নেগেটিভ আসারাই কেবল খেলায় অংশ নিতে পারবে।'
করোনার সময়ে বার বার স্থান পরিবর্তন করতে অনাগ্রহী টাইগার ম্যানেজমেন্ট। এতদিন পর্যন্ত লঙ্কানদের কথায়ও ছিলো সেই সুর। তবে হঠাৎ করেই আলাদা শহরে নতুন ভেন্যু আলোচনায় এনেছে আয়োজকরা। তাই একটা নতুন কিন্তু রয়েই গেলো।
রাভিন ভিকরামাত্নে আরো বলেন, 'আমরা তিনটি ম্যাচ আলাদা তিনটি ভেন্যুতে আয়োজন করতে চাই। আমরা ভেন্যুর বিষয়টিও জানিয়েছি তাদের। গল, পাল্লেকেলে এবং কলম্বো টেস্টের জন্য প্রস্তুত করা হচ্ছে। তবে এটা নিয়ে এখনও আলোচনা চলছে।'
সান নিউজ/ বিএম/ এআর | Sun News