স্পোর্টস ডেস্কঃ
ইংলিশ প্রিমিয়ার লিগের নিজেদের প্রথম ম্যাচে দারুণ জয় পেল ম্যানচেস্টার সিটি। সোমবার উলভসকে ৩-১ গোলে হারিয়েছে তারা। প্রথম ম্যাচে জয় পাওয়ার পর পয়েন্ট টেবিলে তাদের অবস্থান এখন সপ্তম।
মলিনিউক্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ম্যানচেস্টার সিটির পক্ষে কেভিন ডে ব্রুইন, ফিল ফোডেন ও গাব্রিয়েল জেসুস একটি করে গোল করেন। উলভসের হয়ে একমাত্র গোলটি করেন রাউল জিমেনেজ।
ম্যাচটিতে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। ৬৬ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে তারা। প্রথমার্ধ শেষে তারা ২-০ গোলে এগিয়ে ছিল। ম্যাচের ২০তম মিনিটেই তারা এগিয়ে যায়। পেনাল্টি থেকে গোলটি করেন ডি ব্রুইন।
এরপর ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সফরকারী দল ম্যানসিটি। রাহিম স্টার্লিংয়ের পাস থেকে বল জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার ফোডেন।
বিরতির পর ৭৮তম মিনিটে ব্যবধান কমায় উলভস। গোলটি করেন জিমেনেজ। সতীর্থের ক্রস থেকে হেড করে গোলটি করেন এই মেক্সিকান ফরোয়ার্ড। তবে ম্যাচের অতিরিক্ত সময়ে জেসুসের শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে কিছুটা দিক পাল্টে জালে জড়ালে ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা।