স্পোর্টস ডেস্ক:
কোয়ার্টার ফাইনালে হেরে ইতালি ওপেন থেকে ছিটকে গেলেন টেনিস তারকা রাফায়েল নাদাল। রোববার (২০ সেপ্টেম্বর) আর্জেন্টিনার দিয়েগো সোয়ারৎম্যানের কাছে স্ট্রেট সেটে হারলেন রাফা। খেলার ফল ৬-২, ৭-৫।
এর আগে নয়বার মুখোমুখি হয়েছিলেন সোয়ারৎম্যান এবং নাদাল। প্রতিবারই জিতেছেন নাদাল। সোয়ারৎম্যানের বিরুদ্ধে তাঁর রেকর্ড ছিল ১০০ শতাংশ জয়। কিন্তু এবারই প্রথম সেই রেকর্ড ভেঙে স্প্যানিশ কিংবদন্তীকে ছিটকে দিলেন সোয়ারৎম্যান।
সেকেন্ড সেটে সোয়ারৎম্যান ৫-৪ এ এগিয়ে গেলেও নাদাল ব্রেক পয়েন্ট পেয়ে স্কোর ৫-৫ করে ফেলেন।
ফরাসি ওপেনের প্রস্তুতিটা তেমন ভালো না বিশ্ব র্যাংকিং এ দ্বিতীয়স্থানে থাকা নাদালের। টাইব্রেকে ফের নাদালের পয়েন্ট ছিনিয়ে নিয়ে ম্যাচ পকেটে পুরে নেন সোয়ারৎম্যান। এরপর ফরাসি ওপেনে আবার খেলতে দেখা যাবে নাদালকে।
তবে কোয়ার্টার-ফাইনালে জয় পেয়েছেন বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা নোভাক জোকোভিচ। জার্মানির ডমিনিক কোয়েপফারকে ৬-৩, ৪-৬, ৬-৩ গেমে হারান ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই খেলোয়াড়। সেমি-ফাইনালে নরওয়ের কাস্পার রাডের মুখোমুখি হবেন জোকোভিচ।
সান নিউজ/ বিএম/ এআর | Sun News