নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর-২ নম্বরে মো. জাহিদ (২২) নামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক টাইলস মিস্ত্রির মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: গুলশান ভবনের আগুন নিয়ন্ত্রণে
শনিবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে মৃত ঘোষণা করেন।
জাহিদ চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার জুরানপুর গ্রামের মোখলেসুর রহমানের ছেলে। বর্তমানে উত্তরা এলাকায় ভাড়া থাকতেন।
আরও পড়ুন: বেশি মুনাফায় নিত্যপণ্যের দাম বাড়ছে
নিহতের ভাই উকিল মিয়া বলেন, আমার ভাই টাইলস মিস্ত্রির কাজ করতো। আজ বিকেলের দিকে মিরপুরে একটি নির্মাণাধীন ভবনে টাইলসের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শে অচেতন হয়ে পড়ে সে। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।
ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
সান নিউজ/এএন