নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেতে ট্রাকের ধাক্কায় মো. কফিল উদ্দিন (৪৭) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত ঐ ব্যক্তি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।
আরও পড়ুন: দেশের প্রয়োজনে সব করেছেন বঙ্গবন্ধু
সোমবার (১১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ৩০০ ফিট এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
গুরুতর আহত অবস্থায় কফিল উদ্দিনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সকাল ১০ টার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহতের সহকর্মী আরিফ মেহেদী জানান, আমরা আরএফএল কোম্পানিতে চাকরি করি। সকালে ৩০০ ফিট এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে কফিলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: স্কুল বন্ধের আদেশে রাষ্ট্রপক্ষের আপিল
তিনি আরও বলেন, গাজীপুর জেলার কালিগঞ্জ থানার কলাপাড়া এলাকায় নিহত কফিল উদ্দিনের গ্রামের বাড়ি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, লাশটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এই বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
সান নিউজ/এএ