বিশ্বের অন্যান্য দেশের মতো যানবাহনের মালিকরা পাবেন পছন্দের নম্বর প্লেট। নিলামের মাধ্যমে যানবাহনের পছন্দের নম্বর প্লেট বিক্রি করে রাজস্ব আদায়ের পরিকল্পনা করেছে সরকার।
বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে এ কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমিরাত, যুক্তরাজ্যের উদাহরণ টেনে মন্ত্রী বলেন, যত সুন্দর নম্বর দামও তত বেশি। আমরা যে কোন সময় থেকে এটা শুরু করবো। অকশন করে পছন্দের লাইসেন্স ও নম্বর প্লেট বিক্রি করতে চাই। কিছু অর্থ আসুক না।
মন্ত্রী বলেন, বিদেশে দেখি যে প্রত্যেকটি গাড়ির নম্বর প্লেট বা লাইসেন্স প্লেটের অকশন হয় এবং প্রচার টাকা আয় হয়।
এ প্রক্রিয়া কবে নাগাদ শুরু করা হবে এমন প্রশ্নে মন্ত্রী বলেন, কবে থেকে শুরু করা যাবে এখনই বলা যাবে না। চিন্ত তো ছয় মাস ধরে করছি। আজ সবাইকে কথা দিয়েছে, সময় বেশি লাগবে না।
প্রক্রিয়াটি কেমন হবে জানতে চালেই মন্ত্রী বলেন, বিদেশী অভিজ্ঞতা নিয়ে কাজ করতে হবে। জানান, ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোন থেকে রূপরেখা তৈরী করব। সেভাবে করতে পারলে প্রাইসটি ভালো পাব।