নিজস্ব প্রতিবেদক : বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে একধাপ পিছিয়েছে বাংলাদেশ। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনার্সের পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
আরও পড়ুন : ব্লু ইকোনমি বাস্তবায়নে ব্যবস্থা নিচ্ছি
২০২৪ সালে পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০২তম। ২০২৩ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ১০১তম। যৌথভাবে একই অবস্থানে ছিল কসোভো ও লিবিয়া।
এবার ২০২৪ সালের সূচকে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ১০২তম অবস্থানে আছে উত্তর কোরিয়া।
আরও পড়ুন : সীমান্ত দিয়ে কাউকে ঢুকতে দেব না
সূচকের তথ্যমতে, এখন বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪২ দেশ ভ্রমণ করতে পারেন। অবশ্য ২০২৩ সালের সূচক অনুযায়ী, এই সংখ্যা ছিল ৪১।
বিশ্বের ১৯৯ দেশের পাসপোর্ট নিয়ে সূচকটি তৈরি করা হয়েছে। সূচকে বাংলাদেশের ওপরে ১০১তম অবস্থানে আছে ইরিত্রিয়া ও শ্রীলংকা। বাংলাদেশের নিচে ১০৩তম অবস্থানে আছে লিবিয়া, নেপাল ও ফিলিস্তিন।
আরও পড়ুন : বায়ুদূষণে দ্বিতীয় ঢাকা
সূচকে বাংলাদেশের প্রতিবেশী ভারতের অবস্থান ৮৫তম। ভারতের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৬২ দেশ ভ্রমণ করতে পারেন।
সূচকে পাকিস্তানের অবস্থান ১০৬তম। পাকিস্তানের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৩৪ দেশে ভ্রমণ করতে পারেন।
সান নিউজ/এমআর