নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের ঝিলপাড় বস্তির আগুন ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
আরও পড়ুন : বিএনপির বক্তব্য পাগলের প্রলাপ
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে দুপুর ১২টা ৫৭ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
আরও পড়ুন : জঙ্গি হামলার কোনো হুমকি নেই
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুনের খবর পেয়ে আমাদের ৮টি ইউনিট ঘটনাস্থলে যায়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
সান নিউজ/এমআর