শনিবার, ৫ এপ্রিল ২০২৫
সংগৃহীত ছবি
জাতীয় প্রকাশিত ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১১:২৬
সর্বশেষ আপডেট ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১১:২৬

ঘুড়ি উড়ানোয় ২ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: মেট্রোরেলের আশপাশে ঘুড়ি উড়ানোর দায়ে দু’জনের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করা হয়েছে।

আরও পড়ুন: মিরপুরে বস্তিতে আগুন

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এন ছিদ্দিক দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য বলেন।

গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) ঘুড়ি উড়ানোয় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

আরও পড়ুন: মিউনিখের পথে প্রধানমন্ত্রী

এম এন ছিদ্দিক জানান, দু’জনের নামে মামলা দেয়া ছাড়া আরও ৬ জনকে আটক করা হয়েছিল। তবে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে দৈনিক ২ লাখ ৭০ হাজার যাত্রী চলাচল করছে। ১০ মিনিটের পরিবর্তে ৮ মিনিটে নিয়ে আসা হবে শনিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে। অফ পিকে আগের মত ১২ মিনিট পর পর এবং পিক আওয়ারে ৮ মিনিট পর পর ট্রেন চলবে। এছাড়া পিক আওয়ারে ১০টি এবং অফ পিক আওয়ারে ৭টি ট্রেন চলবে।

তিনি জানান, ‌‘সিগন্যাল সিস্টেমে’ ত্রুটি দেখা দেয়ায় বৃহস্পতিবার সকালে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। সকালে ট্রেন চলাচল শুরুর পর চারটি ট্রিপ শেষে এই সমস্যা দেখা দেয়। তবে এ সমস্যার কারণে ট্রেন চলাচল স্থগিত করা হয়নি, যাত্রা বিলম্ব হয়েছিল।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা