নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া মহাসিন (৪০) নামের এক কয়েদি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আরও পড়ুন: সব বিভাগেই ক্রীড়া প্রতিষ্ঠান হবে
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে মহসিনকে কারাগার থেকে ঢামেকের হাসপাতালে আনা হলে রাত ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহসিনকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী আলামিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মহসিন কীসের মামলায় কারা ভোগ করছিলেন তা আমি জানি না। তার কয়েদি নম্বর ছিল ৫৬০৩। ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া জানান, কেন্দ্রীয় কারাগারে অসুস্থ এক কয়েদি ঢাকা মেডিক্যালে মারা গেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশের সুরতহাল প্রতিবেদন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সান নিউজ/এএ