শনিবার, ৫ এপ্রিল ২০২৫
ছবি: সংগৃহীত
জাতীয় প্রকাশিত ৫ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৪৭
সর্বশেষ আপডেট ৫ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৪৯

পালিয়ে আসা সেনাদের ফিরিয়ে নেবে মিয়ানমার

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় বাংলাদেশ সীমান্তে আশ্রয় নেয়া দেশটির বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্যদের ফিরিয়ে নিতে মিয়ানমার যোগাযোগ করেছে।

আরও পড়ুন: সীমান্তবাসীদের সরিয়ে নেওয়ার নির্দেশ

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাসেলস সফরসহ চলমান বিষয় নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

মিয়ানমারের যে বিজিপি সদস্যরা বাংলাদেশে এসেছেন তাদের বিষয়ে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের নিরবচ্ছিন্ন যোগাযোগ আছে। সকালে মিয়ানমারের ডেপুটি ফরেন মিনিস্টার আমাদের রাষ্ট্রদূতের সাথে কথাও বলেছেন।

আরও পড়ুন: সংরক্ষিত নারী আসনের তফসিল কাল

তিনি জানান, তারা তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাবে। অর্থাৎ তাদের যে বিজিপি সদস্যরা এখানে এসেছে, তাদের ফিরিয়ে নিয়ে যাবে। এখন কোন প্রক্রিয়ায় ফিরিয়ে নিয়ে যাবে, সেটি নিয়ে আমরা আলোচনায় করছি।

তাদের বাই এয়ার নাকি বাই বোট ফিরিয়ে নেওয়া হবে, সেটি নিয়েও আলোচনার মধ্যে আছি। এর আগেও ভারতে অনেকে ঢুকে পড়েছিল। ভারত থেকে তাদের বিমানযোগে পাঠিয়ে দেয়া হয়েছিল।

আরও পড়ুন: ইউরোপে অবৈধ বাংলাদেশি থাকবে না

তারা যেতে না চাইলে কি হবে? এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তারা অবশ্যই যেতে চাচ্ছে। না হলে মিয়ানমার সরকার আমাদের সাথে যোগাযোগ করছে কেন? মিয়ানমার তাদের নিয়ে যেতে চায়। তারাই যোগাযোগ করেছে, আমরাও যোগাযোগ করেছি। দুই পাশ থেকেই যোগাযোগ হয়েছে। এটি নিয়ে আমরা কাজ করছি।

তিনি আরও জানান, এখনো অনেকে আসছে এবং আসার সম্ভাবনা আছে। আমাদের কাছে রেজিস্টার্ড ৯৫ জন এসেছে। এর মধ্যে আরও এসেছে কিনা জানি না। এর মধ্যে কয়েকজন আহত আছে। তাদের কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা