নিজস্ব প্রতিবেদক: ভোল্টেজ জটিলতায় ১১০ মিনিট বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। এতে আটকে পড়া যাত্রীরা হাফ ছেড়ে বাঁচলেন।
আরও পড়ুন: বাড়ল এলপি গ্যাসের দাম
রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে এ বিষয়টি জানিয়েছেন এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল এক কর্মকর্তা।
তিনি বলেন, দুপুর ২টা ২৫ মিনিটে হঠাৎ করেই মেট্রো ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। খোঁজ নিয়ে জানান যায়, পল্লবী সেকশনে ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে (ওসিএস) ভোল্টেজ জিরো হয়ে গিয়েছিল। আমাদের কর্মকতারা দীর্ঘসময় চেষ্টা করে এ বিষয়টি সমাধান করেছেন। অবশেষে ১ ঘণ্টা ৫০ মিনিট পর বিকেল ৪টা ১৫ মিনিটে আবার ট্রেন চলা শুরু হয়।
সান নিউজ/এএ