নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ি এলাকায় মদিনা ওয়াশিং কারখানায় মেশিনের আঘাতে কামরুল ইসলাম (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: আজ প্রথম অধিবেশন
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: রাশিয়া যাচ্ছেন সিইসি
নিহতের মামাতো ভাই মোবারক জানান, আমার ভাই তেজগাঁও শিল্পাঞ্চল বেগুনবাড়ি এলাকায় মদিনা ওয়াশিং কারখানায় কাজ করে। কাজ করার সময় হঠাৎ তার মাথায় চলন্ত মেশিনের আঘাত লাগে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাই মারা গেছে।
তিনি আরও বলেন, কামরুল বেগুনবাড়ি এলাকায় থাকত। তার বাড়ি কুড়িগ্রাম সদর থানার ভোগাদাও গ্রামে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি শিল্পাঞ্চল থানাকে জানিয়েছি।
সান নিউজ/এএন