নিজস্ব প্রতিবেদক:
ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বলেন, 'গত বছরের মার্চে বাংলাদেশে এসেছি। এখানে কেউ এলে গভীর সম্পর্ক হয়ে যায়। এখানে এলে বাংলাদেশের সঙ্গে যে বন্ধুত্ব ও আতিথেয়তা পাই পৃথিবীর কোনো জায়গায় সেটা আমরা আর পাই না। এটা অতুলনীয়। '
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি।
রীভা গাঙ্গুলি দাশ বলেছেন, করোনা ভাইরাসের কারণে কোথাও যাওয়া-আসায় অনেক সীমাবদ্ধতা ছিল। তারপরেও আমরা সবাই বাড়িতে বসেই কাজ করেছি।
অনেক রকমের ডেভেলপমেন্ট হয়েছে। আপনারা অনেকেই জানিয়েছেন আমাকে মিস করবেন, আমিও আপনাদের মিস করবো।
প্রায় দেড় বছর ঢাকায় দায়িত্ব পালন শেষে বিদায় নিচ্ছেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। বিদায়ের আগে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন তিনি।
তিনি আরও বলেন, 'মুজিববর্ষ নিয়ে আমরা খুব এক্সাইটেড ছিলাম। কারণ মুজিববর্ষে আমরা অনেক কিছু একসঙ্গে করতে চেয়েছিলাম। তবে দুর্ভাগ্যবশত করোনার জন্য সীমিতভাবে পালন করেছি। আমরা ১০০টা কলেজ-বিশ্ববিদ্যালয়কে বঙ্গবন্ধুর ওপর লেখা বই উপহার দিয়েছি। বঙ্গবন্ধুর উপর একটা কবিতার অনুষ্ঠান করেছি। আগামীতে আরও আয়োজনের উদ্যোগ আমরা নেব।
অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
সান নিউজ/বিএস