নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম বারের মত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন: কেউ বলতে পারবে না কারচুপি হয়েছে
বুধবার (১০ জানুয়ারি) বিকেল ৫টায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ।
এর আগে বুধবার সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নেন শেখ হাসিনাসহ দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যরা।
আরও পড়ুন: চার স্বতন্ত্র এমপি যা করবেন
প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হয়। নওগাঁ-২ আসনের প্রার্থী মৃত্যুবরণ করায় নির্বাচন স্থগিত করা হয়েছে।
আগামী ১৩ ফেব্রুয়ারি ওই আসনের নির্বাচনের জন্য নতুন করে শিডিউল দেয়া হয়েছে। আর সংঘর্ষের ঘটনায় ময়মনসিংহ-৩ আসনের ফলাফল স্থগিত করে দেওয়া হয়েছিল। সেই আসনের নির্বাচন জানুয়ারির ১৩ তারিখে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: উন্নয়নের শুরু আছে, শেষ নেই
২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগ পেয়েছে ২২২ আসন ও জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে। স্বতন্ত্র প্রার্থিরা ৬২টি আসনে জয় পেয়েছেন। আর মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাসদের প্রার্থী নৌকা প্রতীকে নির্বাচন করে একটি করে আসন পেয়েছেন। বাংলাদেশ কল্যাণ পার্টির সৈয়দ মোহাম্মদ ইবরাহিমও কক্সবাজারের একটি আসন থেকে জয় পেয়েছেন।
সান নিউজ/এসকে