নিজস্ব প্রতিবেদক : সারাদেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২ জন। এ সময়ে কারও মৃত্যু হয়নি।
আরও পড়ুন : নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করুন
শনিবার (৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার ১৭ জন, আর ঢাকার বাইরে এ সংখ্যা ২৫।
আরও পড়ুন : আগুন দিয়ে ছবি পাঠানো হয় লন্ডনে
শনিবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ৩৯১ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ২০৫ জন ঢাকায় এবং ১৮৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
গত বছর এইডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয় ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, যাদের মধ্যে ১৭০৫ জনের মৃত্যু হয়েছে। এতো মৃত্যু ও আক্রান্ত এর আগে কোনো বছরই দেখেনি বাংলাদেশ।
আরও পড়ুন : তিন দিনের রিমান্ডে নবী
এর আগে ২০১৯ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রথমবার এক লাখ ছাড়ায়, সে বছর ভর্তি হয়েছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জন।
সান নিউজ/এমআর